জার্মানিতে আবারো দ্বিতীয় দফায় কঠোর লকডাউন শুরু।
আগামী বুধবার (১৬ ডিসেম্বর) থেকে আবারো লকডাউন কার্যকর হবে বলে জানালেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
করোনায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণের জন্য আগামী বুধবার থেকে জার্মানে বন্ধ থাকবে দোকানপাট, স্কুল ও ডে কেয়ার সেন্টার৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশের রাজ্যপ্রধানদের সাথে বৈঠকের পর গতকাল রবিবার এ ঘোষণা দেন৷ বুধবার থেকে শুরু হতে যাওয়া এই লকডাউন জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এদিকে, প্রথমবারের মতো করোনার টিকা নিচ্ছেন মার্গারেট কিনান।
গতকাল রাজ্যপ্রধানদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, করোনার বিস্তার ঠেকাতে আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে৷ তাই আগামী বুধবার থেকে করোনা নিয়ন্ত্রণ করতে আবারো লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, শুরু হওয়া লকডাউনে কম গুরুত্বপূর্ণ দোকানপাট ও সেলুন, স্কুল বন্ধ থাকবে৷ তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে৷ বন্ধ থাকবে ডে-কেয়ার সেন্টার৷ তবে বাবা মায়েরা ছেলে-মেয়েদের দেখাশুনার জন্য বেতনসহ ছুটিতে যেতে পারবেন৷ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের বাসা থেকে অফিস করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে৷
উন্মুক্তস্থানে অ্যলকোহল পান করা যাবে না৷ স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে উপাসনালয় চালু রাখার অনুমতি রয়েছে৷ রাজ্য সরকারগুলো চাইলে ক্রিসমাস উদযাপনের জন্য ডিসেম্বরের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত লকডাউন বিধি কিছুটা শিথিল করতে পারে বলে জানানো হয়েছে। তবে নতুন বছর উদযাপনে পটকা ব্যবহার করা যাবে না৷
এদিকে, জার্মানিতে শনিবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৪৩৮ জন৷ করোনায় আক্রান্ত হয়ে ৪৯৬ জন মারা গেছেন।
সূত্রঃ ডয়চে ভেলে।