ভারতে ফের পেট্রল, ডিজেল ও এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে লিটার প্রতি দাঁড়িয়েছে ১০৫.৫১ টাকা। ৮৩ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৯০.৬২ টাকা। এদিকে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির তেল, গ্যাস ও জ্বালানি বিষয়ক সংস্থা পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন।