চীন ও ভারতের উত্তেজনা এবার গড়ালো অ্যাপস নিষিদ্ধের ওপর। চীনের সাথে দন্দ্বের কারণে অন্যতম জনপ্রিয় অ্যাপ ‘টিকটক’ নিষিদ্ধ হলো ভারতে। এই তালিকায় রয়েছে ইউসি ব্রাউজারের মতো প্রয়োজনীয় অ্যাপসও।
সোমবার ভারতের কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার ক্ষমতা প্রয়োগ করে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ভারতজুড়ে চীনা-পণ্য বর্জনের ঘটনাকে কেন্দ্র করে এই অ্যাপস নিষিদ্ধের মত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
নিষিদ্ধ হয়েছে- শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্যাট, বিগো লাইভ, ক্ল্যাশ অব কিংস, ডিইউ রেকর্ডার, ভিভা ভিডিও এবং আরও অনেক অ্যাপ।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয়দের বিভিন্ন তথ্যকে সুরক্ষিত রাখার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই ধরনের চীনা অ্যাপ থেকে মোবাইল ফোনে থাকা তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রস্তুতকারী দেশ চীনের পর টিকটক ব্যবহারের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। এরপরের অবস্থানেই রয়েছে ভারত। বর্তমানে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। এর মধ্যে ৬১ কোটিই ভারতীয় ব্যবহারকারী।