ভূমধ্যসাগর থেকে ২৬৫ জন শরণার্থীকে জীবিত উদ্ধার।
গত শনিবার (২ জানুয়ারি) ভূমধ্যসাগর থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।
শনিবার ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে ২৬৫ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে স্প্যানিশ উদ্ধারকারী জাহাজ-ওপেন আর্মস। রবিবার তারা শরণার্থীদের উদ্ধার করার পর জাহাজ ভিড়ানোর জন্য ও অভিবাসীদের সুরক্ষার জন্য বন্দর চেয়ে আবেদন করেছে। তবে ইতালি বা মাল্টা কোনো দেশই উদ্ধারকারী জাহাজটিকে সমুদ্রবন্দরে ভিড়তে দিচ্ছে না বলে জানা গেছে।
ওপেন আর্মস স্বেচ্ছাসেবী সংস্থাটি টুইটারে জানায়, গত শনিবার আন্তর্জাতিক সমুদ্রসীমায় তারা একটি কাঠের নৌকা খুঁজে পায়। সেখানে ৯৬ জনের মতো শরণার্থী ছিল বলে ধারণা করা হয়েছে, এদের সবাই ইরিত্রিয়ার নাগরিক বলে সংস্থাটি জানায়। এদের মধ্যে দুইজন নারী এবং ১৭ শিশু হাইপোর্থামিয়ায় ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিল। এর আগে গত বৃহস্পতিবার লিবীয় উপকূল থেকে উদ্ধার করা হয় আরো ১৬৯ অভিবাসন প্রত্যাশীকে।
এদিকে ইতালি এবং তাদের সহযোগী ইইউ দেশ মাল্টা উদ্ধারকারী জাহাজটিকে প্রবেশের অনুমতি দেয়নি। তারা বলছেন, বেশির ভাগ অভিবাসী উত্তর ইউরোপে চাকরি বা তাদের আত্মীয়দের কাছে যেতে চায়। ইউরোপের অন্য রাষ্ট্রগুলোকেও অভিবাসন প্রার্থীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে দেশ দুটি।
ভূমধ্যসাগর হয়ে প্রতি বছর উন্নত জীবনযাপনের জন্য অনেকে ইউরোপ যেতে চেষ্টা করেন। অনেক সময় এদের বেশিরভাগ শরণার্থী অবৈধ পথে দালালের মাধ্যমে সমুদ্র পাড়ি দেন। বেশিরভাগ শরণার্থী ইতালি প্রবেশ করেন, কেননা ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি সবচেয়ে বেশি শরণার্থীকে প্রবেশের অনুমতি দিয়ে থাকে।
সূত্র : আল-জাজিরা।