করোনাভাইরাসের কারণে গত ২ বছরে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশিদের ভোগান্তি চরমে। প্রতিনিয়ত তাদেরকে কর্মক্ষেত্রে ফেরত দিতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে নতুন করে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে গত ১ মাসে বিমানের ভাড়া দিগুণ করা হয়েছে।
ভাড়া বাড়ানোর কারণে কঠিন হয়ে পড়েছে অভিবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়া। নভেম্বরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টিকেটের দাম ছিল ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। অল্প সময়ের ব্যবধানে দাম বেড়ে এখন হয়েছে ৭০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত।
যেখানে নিউইয়র্কে যেতে ২৩ ঘণ্টার ভ্রমণে এয়ারলাইনসগুলো জনপ্রতি ভাড়া নেয় গড়ে ৬৫ হাজার টাকা সেখানে মাত্র ৬ ঘণ্টা দূরত্বের রিয়াদে যেতে টিকেটের দাম নেয়া হচ্ছে ৭০ থেকে ৯০ হাজার টাকা। অল্প সময়ের ব্যবধানে ভাড়া দ্বিগুণ হয়েছে।
এ নিয়ে গত কয়েকদিন বিভিন্ন এজেন্সিগুলো সংবাদ সম্মেলন করেছে। তারা ভাড়া বাড়ানোর প্রতিবাদ করেছে ও অতিদ্রুত ভাড়া কমানোর জন্য আহ্বান জানিয়েছে।
বিমান ভাড়া দ্বিগুণ হওয়ার কারণে প্রবাসীদের ওপর অর্থনৈতিক প্রভাব পড়বে বলে সকলে মনে করছেন।