পাহাড়ধসে মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত।
গতকাল শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
মালয়েশিয়ায় নির্মাণকাজ চলাকালীন সৃষ্ট পাহাড়ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে দেশটির পাহাং রাজ্যের কোয়ান্তান জেলার কোতাসাসের একটি নির্মাণ কাজের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশির পরিচয় এখনো জানা যায়নি।
নিহত বাংলাদেশির দেশের বাড়িসহ বিস্তারিত এখনো জানা যায়নি, দূতাবাসের সহায়তায় পরবর্তীতে শনাক্ত করা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় পাহাং ফায়ার এন্ড রেসকিউ ডিপার্টমেন্টের উপ-পরিচালক (অপারেশন) ইসমাইল আব্দুল গনি জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা পাহাড়ধসের স্তূপ সরিয়ে বাংলাদেশিকে উদ্ধার করে। উদ্ধারের পর চিকিৎসকরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।