মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহজ সেবা প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশন স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের উদ্বোধন করেছেন।
বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট কার্যক্রম সময়োপযোগী করতে অনলাইনের মাধ্যমে ডিজিটালাইজেশন করা হয়েছে। করোনা রোধে মালয়েশিয়া সরকার আরোপিত বিধিনিষেধের কারণে প্রবাসীদের হয়রানি ও যাতায়াতের সমস্যা থেকে রক্ষা পেতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশিরা যাতে দ্রুত সব ধরনের সেবা পান সে লক্ষ্যে প্রথম ধাপে মালয়েশিয়ার পিনেং, জহুর বারু, ইপো, মুয়ার, কুচিং ও তেরেঙ্গানুতে এরপর ধাপে ধাপে সবাহ ও সারাওয়াকসহ বিভিন্ন প্রদেশে এই সেবা কার্যক্রম চালু করা হবে এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে অবস্থিত পোস্ট অফিসগুলোতে প্রবাসীরা পাসপোর্ট নবায়ন করাসহ যে কোনো তথ্য সংগ্রহ করতে পারবেন।
এর আগে গত ১০ মার্চ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সহজ সেবাপ্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ‘বাংলা টাইগার ডিজিটাল’ এর ব্যানারে ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। যেখানে প্রবাসীরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে সহজেই পাসপোর্ট, বৈধকরণ, চাকরির আবেদনসহ বিভিন্ন ধরনের সেবা অনায়াসে গ্রহণ করতে পারবে। সেবাপ্রার্থীদের সম্পূর্ণ বিনা পয়সায় এই সেবা নিতে পারবে বলেও জানানো হয়।