আফ্রিকার দেশ মোজাম্বিকে ডাকাতের হামলায় চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশির মৃত্যু।
গতকাল (৬ ডিসেম্বর) রবিবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মোঃ ফরিদুল আলম হাসপাতালে মারা যান।
আফ্রিকার দেশ মোজাম্বিকে জামবেজিয়া প্রভিন্সের মুলুমভু ডিস্ট্রিকে ফরিদুল আলম নামে এক বাংলাদেশি ডাকাতের হামলায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। এদিকে, নিহত মোঃ ফরিদুল আলমের দেশের বাড়ি চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১০নং চাম্বল ইউনিয়নে। জানা গেছে, গত ২৬ নভেম্বর রাতে একদল ডাকাত ফরিদুল আলমের মাথায় আঘাত করে নগদ টাকা পয়সা নিয়ে যায়।
পরবর্তীতে ফরিদুল আলমকে মুলুমভু শহর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত জামবেজিয়া বিভাগীয় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ফরিদুল আলম মারা গেছেন। নিহত মোঃ ফরিদুল আলম মুলুমভুর মিসায়স নামক স্থানে দোকান করতো।
তিনি ২০১৩ সালে জীবিকার তাগিদে মোজাম্বিকে যান এবং সাফল্যের সাথে ব্যবসা করে যান বলে বাংলাদেশি প্রবাসীরা জানান।
তথ্যঃ মোঃ শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা।