প্রবাসীদের ব্যবসায় দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরিতে প্রবাস কথার সাথে কাজ করবেন অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ।
বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে নেতিবাচক প্রভাব পড়েছে প্রবাসীদের জীবন ও জীবিকার উপর। সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত প্রায় ৪ লাখ প্রবাসী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন নানা কারণে। দেশে ফেরা প্রবাসীরা কি করছেন? কি করবেন তারা?। বিদেশে অর্জন করা দক্ষতা কিভাবে দেশে কাজে লাগানো যায়? কিভাবে তারা উদ্যোক্তা হয়ে নিজের এবং দেশের কাজে আসতে পারেন? এসব চিন্তা থেকেই নতুন উদ্যোগ গ্রহণ করেছে প্রবাস কথা। এই উদ্যোগের নাম ‘ম্যান টু ম্যানপাওয়ার’।
এই উদ্যোগের মাধ্যমে শুধু দেশে ফেরা প্রবাসীরা নয়, প্রবাসে থাকা আরো ১ কোটিরও বেশি প্রবাসী নিজেদের ব্যবসায় জ্ঞান ও দক্ষতা তৈরি করতে পারবেন। এই দক্ষতা কাজে লাগাতে পারবেন দেশে এবং প্রবাসে, যে কোন জায়গায়।
প্রবাস কথার এই উদ্যোগ পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ। তিনি ব্যবসায় দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরিতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন থেকে প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় প্রবাস কথার ফেসবুক পেজে দেখবেন বিশেষ লাইভ অনুষ্ঠান ‘ম্যান টু ম্যানপাওয়ার’।
দেশ বিদেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা কিভাবে ব্যবসা করবেন? শিখতে ও জানতে লাইভে যুক্ত থাকতে পারেন প্রবাস কথার সাথে।
শিখুন ড. রাফিউদ্দিন এর কাছে,
থাকুন প্রবাস কথার সাথে…