করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ১০৫ দিন লক ডাউন থাকার পর যুক্তরাজ্যে চালু হয়েছে পানশালা, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, সেলুনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার থেকে এসব প্রতিষ্ঠান চালু হয়েছে সেখানে মানুষের আনাগোনা বেড়েছে।
শুক্রবার যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বরিস জনসন প্রেস ব্রিফিংয়ে লক ডাউন শিথিলের বিষয়টি জানিয়ে দেশবাসীকে নিরাপদে বসন্ত উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া প্রধানমন্ত্রী করোনা থেকে ঘুরে দাঁড়ানোর জন্যে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রদত্ত গাইডলাইন না মানলে সরকার পুনরায় লকডাউন আরোপ বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও জানান।
সাপ্তাহিক ছুটির দিনে ব্যাপক আকারে লকডাউন শিথিলের ফলে করোনার গাইডলাইন উপেক্ষার আশঙ্কা করছে সরকার। এর ফলে গত সপ্তাহের মতো সমুদ্র সৈকতে অনাকাঙ্খিত ভীড় বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।