দায়িত্ব গ্রহণের ৩ মাসের মধ্যে বাইডেন সরকার ১০ কোটি করোনার টিকা প্রয়োগ করতে চায় যুক্তরাষ্ট্রে।
গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) উইলমিংটনে নতুন প্রশাসনের স্বাস্থ্যবিভাগের সদস্যদের নাম ঘোষণার সময় এ কথা জানান বাইডেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম একশত দিনে বা ৩ মাসে করোনার ১০ কোটি টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সাথে ৩ মাসের জন্য সব নাগরিককে মাস্ক পরার কথা জানান তিনি। এই সময়ের মধ্যে শিশুদের স্কুলে ফিরিয়ে নেয়া হবে বলে আশা করছেন তিনি।
আরও পড়ুন- এই সপ্তাহে কানাডায় ফাইজারের টিকার অনুমোদন
বাইডেন জানান, সবার জন্য বাধ্যতামূলক মাস্ক, টিকা প্রয়োগ আর শিশুদের স্কুলে ফিরিয়ে নেয়া তার সরকাররের মূল লক্ষ্য। দেশের সব প্রান্তে টিকা পৌঁছে দিতে কংগ্রেসের তহবিল নিশ্চিত করতে হবে বলে তিনি জানান। তিনি বলেন, পরিস্থিতি হয়তো শতভাগ পাল্টে যাবে না, সময় লাগবে। তবে বাইডেন সরকার তা মোকাবিলা করতে পারবেন।
এদিকে, গতকাল জো বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেসেরাকে।
ভাইরাস ইস্যুতে বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে কাজ করবেন ড. অ্যান্থনি ফাউচি। ২০ জানুয়ারি বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরুর সময় থেকে কোভিড নিয়ন্ত্রণে কাজ করবে তার নতুন স্বাস্থ্য টিম।
সূত্রঃ যমুনা টিভি