মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া রায়হান কবিরের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন তার দুই আইনজীবী। সোমবার (২৭ জুলাই) এই সাক্ষাৎ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন এই দুই আইনজীবী।
জানা গেছে, রায়হানের দুই আইনজীবী হলেন- সুমিতা শানথিন্নি ও সিলভারাজা চিন্নিয়াহ। এর আগে মালয়েশিয়ার পুলিশ কর্তৃপক্ষ জানায়, রায়হান কবির তাদের কাছে আটক নেই। তাকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই আইনজীবীরা তাদের মক্কেলের সঙ্গে সাক্ষাতের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে দুই আইনজীবী বলেছেন,
‘সোমবার ২৭ জুলাই দুপুর ২টায় পুত্রাজায়ার ইমিগ্রেশন বিভাগে আমাদের মক্কেলের সঙ্গে সাক্ষাতের জন্য আমরা ইমিগ্রেশন বিভাগের কাছে লিখিত আবেদন করেছি।’
প্রসঙ্গত, গত ৩ জুলাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ‘লকডআপ’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছিলেন রায়হান কবির। এই ঘটনায় গত শুক্রবার রায়হান কবিরকে কুয়ালালামপুর থেকে পুলিশ গ্রেপ্তার করে।