লিবিয়ার একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ত্রিপলীর মেতিগা বিমানবন্দর হতে লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৪ বাংলাদেশি।
গতকাল ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী দুইজন বাংলাদেশী নাগরিকের মৃতদেহও দেশে প্রেরণ করা হয়েছে। প্রত্যাবাসনকৃত প্রবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে দেশে ফেরত যাওয়ার জন্য অপেক্ষমাণসহ সাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশীরা এই ফ্লাইটে এসেছে বলে জানা গেছে। এছাড়াও লিবিয়ায় অসুস্থ প্রবাসীসহ কয়েকজন আহত বাংলাদেশীকে আইওএম এর দুইজন চিকিৎসকের তত্ত্বাবধানে ফেরত দেশে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, স্বেচ্ছায় দেশে গমনের জন্য আরো যে সকল প্রবাসী ইতোমধ্যে দূতাবাসে নিবন্ধন এবং আইওএম এর সাথে সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে তাদেরকে দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য দূতবাস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: বাংলাদশ দুতাবাস, লিবিয়া