খেলা

শেষ টি-টোয়েন্টিতে লজ্জার হারের পর যা বললেন তাওহীদ হৃদয়

ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই ভালো করেনি বাংলাদেশ। সহজ স্বীকারোক্তি টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়ের। কিছুটা দোষ দিয়েছে এমন উইকেটে না খেলার অভ্যস্ততাকেও। তবে পুরনো বুলি এখনো শিখতে চাওয়ার মানসিকতা।

বাংলাদেশ ক্রিকেটার তাওহীদ হৃদয় বলেন, আমরা বল ভালো করিনি। শুধু বল না ব্যাটিংও ভালো করিনি।

সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবো কোথা? টাইগারদের অবস্থা অনেকটা এমনই। পুরো ভারত সফরে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ব্যাটিং নিয়ে। টেস্ট হোক কিংবা টি টোয়েন্টি সিরিজ টপ অর্ডারদের ব্যর্থতা ভুগিয়েছে অনেক। ভালো শুরু না পেলেও সাফল্য পাওয়া কঠিন।

বাংলাদেশ ক্রিকেটার তাওহীদ হৃদয় বলেন, প্রতিটি দলেই টপঅর্ডার থেকে রান হয়। যদিও টপঅর্ডার থেকে রান করা যায় তাহলে বড় স্কোর হবে এটাই স্বাভাবিক। চার নাম্বার পর্যন্ত যারা আছে তারা যদি রান করতে পারে তাহলে দেখা যায় ১৮০ থেকে ২০০ পর্যন্ত স্কোর হয়।

প্রথম টি টোয়েন্টি হারের পর দেশের উইকেটকে দোষ দিয়েছিলেন নাজমুল শান্ত। ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস নেই বলে বড় স্কোর কিভাবে করতে হয় জানে না ব্যাটাররা, স্বীকার করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাওহীদ হৃদয়েরও অনেকটা একই সুর। সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা যে উইকেট ঠিকঠাক বুঝতে পারে না তাও মেনে নিলেন টাইগার ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *