করোনায় আক্রান্ত হয়ে অমিতাভ বচ্চন ও অভিষেকের পর এবার হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মেয়ে আরাধ্য।
ঐশ্বরিয়া ও আরাধ্যের শ্বাসকষ্ট বেড়ে গেলে শুক্রবার (১৭ জুলাই) তাদের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে অমিতাভ ও পরে অভিষেক হাসপাতালে ভর্তি হন। তবে ঐশ্বরিয়া এবং আরাধ্যর করোনা সনাক্ত হলেও তারা হোম আইসোলেশনে ছিলেন। বচ্চন পরিবারে করোনা হানা দিলেও অভিনেত্রী জয়া বচ্চন করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হননি।
প্রসঙ্গত, গত ১২ জুলাই (রবিবার) অভিষেক বচ্চন টুইটারে এক টুইটের মাধ্যমে ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনায় আক্রান্তের তথ্য জানান।
(টাইমস অব ইন্ডিয়া অনুসারে)
৭ thoughts on “শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্য”
Zithromax
Lasix
Pingback: gay man killed dating online
https://buyneurontine.com/ – Neurontine
Priligy Viagra Juntos
http://prednisonebuyon.com/ – Prednisone
Neurontine