গত ৭ মাসে বিদেশ থেকে দেশে ফেরত এসেছে প্রায় সোয়া ২ লাখ বাংলাদেশি প্রবাসী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে এই সকল প্রবাসীরা বেকার হয়ে ও ছুটিতে দেশে আসেন।
১লা এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত গত সাত মাসে দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে বেকার হয়ে ও ছুটিতে দেশে এসেছে প্রায় ২ লাখ ২৫ হাজার ৫৮২ জন প্রবাসী। যেখানে সবচেয়ে বেশি এসেছে আরব আমিরাত ও সৌদি আরব থেকে।
মন্ত্রণালয় বলছে, এদের বেশিরভাগ বিদেশে করোনার কারণে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন, কাজ না পেয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন।
তবে এদের মধ্যে কিছু রয়েছে যারা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন। যারা আটকা পড়েছেন তাদেরকে বিদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
যারা বেকার হয়ে দেশে ফিরেছেন তাদেরকে নতুন ভিসা করে যেতে হবে। নিচে কোন দেশ থেকে কতজন ফেরত এসেছে তা দেয়া হল।
সৌদি আরব-৬০,৯৬৯ জন, মালদ্বীপ-১২,১৫৯ জন, সিঙ্গাপুর-৪০৬৪ জন, ওমান-১৩,৪৮৬ জন, কুয়েত-১০৮৯৩ জন, আরব আমিরাত-৫৯,৯২০ জন, বাহরাইন-১,৪১১ জন, কাতার-২৩,১১৮ জন, মালয়েশিয়া-১০,৮২১ জন, দক্ষিণ কোরিয়া-১৩৬ জন, জর্ডান-২,২০৪ জন, ইতালি-১৫১ জন, তুরস্ক- ৮৫৫৮ জন, লিবিয়া-৩১৫ জন,অন্যান্য দেশ- ১২৮ জনসহ আরও বেশ কিছু দেশ থেকে ফিরে আসেন তারা।