স্পেন প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সংক্রান্ত বিষয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার দূতাবাস থেকে বলা হয়, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে রি-ইস্যু করার জন্যে নতুন করে ফিংগারপ্রিন্ট দিতে হয় এবং ছবি নতুন করে তুলতে হয়। শুধুমাত্র ৬ বছর পর্যন্ত শিশুদের ছাড়া, শিশুদের বয়স ৬ বছর পার হয়ে গেলে নতুন ফিংগারপ্রিন্ট দিতে হয়।
দূতাবাস থেকে আরও বলা হয়, ফলে তাদের মাদ্রিদে দূতাবাসে আসতে হবে। সার্ভার মাদ্রিদে থাকায় অন্য কোন ভাবে পাসপোর্ট রি-ইস্যু করা সম্ভব হয় না। বার্সেলোনা, ক্যানারি আইল্যান্ড, ব্যালেরিক আইল্যান্ড সহ দূর দূরান্তের অনেকের জন্যেই মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে মাদ্রিদে আসায় সময় ও অর্থ ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন।
এক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ অন্তত এক মাস থাকতেই দূতাবাসে জরুরিভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অফিস চলাকালীন টেলিফোনে বা দূতাবাসের ফেসবুক মেসেঞ্জারে বিষয়টি জানালে দূতাবাস সহযোগিতা করতে সক্ষম হবে।