করোনা সনদ ছাড়া যাত্রী নিয়ে আসায় সৌদি এয়ারলাইন্সকে ২ লাখ টাকা জরিমানা।
গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ জরিমানা করা হয় বলে বিমানবন্দর কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানিয়েছেন।
তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানায় গতকাল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোর্ট। ১৪ ডিসেম্বর ২৫৯ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় আসে। ওই ফ্লাইটের কোনও যাত্রীর সাথে করোনা পরীক্ষার সনদ ছিল না। তারা সবাই সৌদি আরবের কারাগারে বন্দি ছিলেন বলে জানা গেছে।
এদিকে, তাদের করোনা টেস্ট না করিয়ে ঢাকায় আনার অনুমতি ছিল কিনা তা জানতে চায় বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি এয়ারলাইন্স অনুমতিপত্র দেখাতে পারেনি বলে জরিমানা করা হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পর ১৫ ডিসেম্বর ঢাকায় অবতরণ করা সৌদি এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইটে যথাক্রমে ৩ জন ও ২৫৪ জন যাত্রী আসে কোভিড পরীক্ষার সনদ ছাড়াই।
সৌদি এয়ারলাইন্সকে জরিমানা করার পাশাপাশি করোনা সনদ ছাড়া আসা সকল যাত্রীকে ১৪ দিনের জন্য দিয়াবাড়ি ও আশকোনা করোনা সেন্টারে পাঠানো হয়েছে।
এদিকে, গত কয়েকদিনে কয়েকটি বিমান সংস্থা করোনা সনদ ছাড়া যাত্রী নিয়ে আসায় বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে জরিমানা করেন। কর্মকর্তারা বলছেন, করোনা সনদ ছাড়া যাত্রী নিয়ে আসলে বিমান সংস্থাগুলোকে জরিমানা ও যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।