চলতি মাসের ১ম ১২ দিনে রেকর্ড পরিমাণ ১ বিলিয়ন রেমিট্যান্স দেশে পাঠিয়েছে প্রবাসীরা।
করোনা মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। যেখানে চলতি মাসের ১২ দিনে রেকর্ড ১০৬ কোটি ৬০ লাখ (এক দশমিক শূন্য ৬৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আট হাজার ৯৫৪ কোটি টাকা।
গতকাল অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ইতিহাসে এক মাসে মাত্র ১২ দিনে এর আগে কখনো এত পরিমাণ রেমিট্যান্স দেশে আসেনি। যা এই ১ম বার হয়েছে।
চলতি ২০২০-২০২১ অর্থবছরে জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৮৯ কোটি ১০ লাখ ডলার (৯.৮৯১ বিলিয়ন) মার্কিন ডলার।
যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৪৩ দশমিক ৪২ শতাংশ বেশি।
গত ২০১৯-২০২০ অর্থবছরে এই একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৮৯ কোটি ৭০ লাখ (৬.৮৯৭ বিলিয়ন) মার্কিন ডলার।
প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার জন্য সরকারের ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে জানানো হয়।