যুক্তরাজ্যে বিদেশিদের ৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে নতুন নিয়ম করেছে দেশটির সরকার। যেখানে আগে ১৪ দিন থাকার নিয়ম ছিল।
আগামী ১৫ ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে।
যুক্তরাজ্যে নতুন করে বিদেশিদের করোনাকালীন সময়ে করোনা থেকে সুরক্ষা পেতে দেশটিতে প্রবেশের পর মাত্র ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বিদেশফেরত ব্যক্তিদের আগে ১৪ দিন সেলফ-আইসোলেশনে থাকতে হলেও নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে থাকতে হবে মাত্র পাঁচদিন।
সম্প্রতি যুক্তরাজ্য সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ইংল্যান্ডে পৌঁছানো ভ্রমণকারীদের পাঁচদিন সেলফ-আইসোলেশনে থাকতে হবে।
তবে নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে কোয়ারেন্টিনে থাকার সময় করোনা টেস্ট করাতে হবে। যাদের পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসবে, তারা আইসোলেশন থেকে বের হতে পারবেন। তবে, সেসময় অবশ্যই অভ্যন্তরীণ কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিকে, আগামী ২ ডিসেম্বরের পর থেকে যুক্তরাজ্যে করোনার ২য় ধাপে চলা লকডাউনের মেয়াদ শেষ হবে। ২ তারিখের পর পুনরায় দেশটিতে লকডাউন দেয়ার সম্ভাবনা কম বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
লকডাউন উঠে গেলে সবাইকে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনা চলার উপর গুরুত্ব দেয়া হবে। ইউরোপের দেশগুলোর মধ্যে ২য় ধাপে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি যুক্তরাজ্যে।