দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামীকাল বুধবার খুলছে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত।
বিপুল সংখ্যক শিক্ষার্থী, দক্ষ শ্রমিক ও পর্যটক দেশটির ভিসা থাকা সত্ত্বেও করোনা মহামারির বিধিনিষেধের কারণে এতদিন সেখানে প্রবেশ করতে পারছিলেন না।
বিধিনিষেধ শিথিল করে গত ১ ডিসেম্বর থেকে সীমান্ত খোলার ঘোষণা দিলেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে ২ সপ্তাহের জন্য তা স্থগিত করা হয়।
ওমিক্রনের কারণে আন্তর্জাতিক ছাত্র ও দক্ষ অভিবাসীদের জন্য অস্ট্রেলিয়ার সীমানা খোলার বিষয়টি ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে বলে ফেডারেল সরকার গত ২৯ নভেম্বর ঘোষণা দিয়েছিল।
সরকারি বিবৃতিতে জানানো হয়, সাময়িক এই বিরতিতে নিশ্চিত হওয়া দরকার যে অস্ট্রেলিয়ায় ওমিক্রন সংক্রমণ রোধে ভ্যাকসিনের কার্যকারিতা, অসুস্থতার হার ও এটি আরও খারাপ লক্ষণ তৈরি করে কি না। এতে আরও বলা হয়, সংক্রমণের মাত্রা আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়ায় শিক্ষার্থী সহ অন্যান্য পেশার মানুষদের জন্য এটি একটি ইতিবাচক দিক। সীমান্ত খুলে দেওয়ায় দীর্ঘদিন পর তারা আবারও নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে পারবেন।
সূত্র- দ্য ডেইলি স্টার