আগামী ২০২১ সালের শুরুর দিকে কানাডা করোনার টিকা পাওয়ার আশা করছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে কানাডীয়রা অন্যদের পরে টিকা পাবেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এই সময় তিনি বলেন, করোনার টিকা আবিস্কার করা তাদের পক্ষে সম্ভব না, কয়েক দশক আগে আমাদের এ ধরনের সামর্থ্য থাকলেও এখন আর তা নেই। যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর ফার্মাসিউটিক্যালস সুবিধা রয়েছে। যে কারণে তারা তাদের নাগরিকদের আগে টিকা সরবরাহ করবে, যা আমাদের পরবর্তীতে পেতে হবে।
তিনি আরও বলেন, কানাডিয়ানদের সরাসরি সহায়তা করার সক্ষমতা ছাড়া আগামী বছরগুলোতে আমরা আর কোনো মহামারী পরিস্থিতির শিকার হতে চাই না।
কানাডার সরকার ৩৮ মিলিয়ন নাগরিকদের জন্য ৩০০ মিলিয়নের বেশি ভ্যাকসিন ডোজ সংগ্রহ করার জন্য অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং বায়োএনটেক, সানোফি ও জিএসকে, নোভাভ্যাক্স, জনসন অ্যান্ড জনসন, মেডিকাগো ও মডার্নার সঙ্গে চুক্তি করেছে বলে জানা গেছে।
ট্রুডো জানান, টিকাগুলো নাগরিকদের সরবরাহের আগে সেগুলোর কার্যকারিতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছেন তারা এবং হেলথ কানাডা কোম্পানিগুলোর সরবরাহকৃত সব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
এদিকে, গত মঙ্গলবার পর্যন্ত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার। মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫০০ জন।