করোনার কারণে প্রায় ২ বছর পর আগামী ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকার।
গত মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং করোনা শনাক্তের হার কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে, ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।
যদিও ২০২০ সালের মে মাস থেকে ফের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালুর অনুমতি দেয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল।
এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়।