আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশ বিমানের দিল্লী ও কলকাতা রুটের ফ্লাইট চালু হবে।
গত বৃহস্পতিবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এয়ার বাবল চুক্তির অধীনে দীর্ঘ ৭ মাস পর ভারতের দিল্লী ও কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারবে, করোনার কারণে যা গত ৭ মাস ধরে বন্ধ ছিল।
বিমান জানায়, দিল্লীতে ২৯ অক্টোবর থেকে ও কলকাতায় ১ নভেম্বার থেকে ফ্লাইট চালু করবে তারা।
যাত্রীদেরকে ভারতে যাওয়ার পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই সাথে বিমানে উঠার ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ দেখাতে হবে।
গত বেশ কিছুদিন বাংলাদেশ ও ভারতের চেষ্টায় এয়ার বাবল চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে যাত্রী প্রবেশের অনুমতি দেয়া হয়।