যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন দেশটির চলমান লকডাউন আগামী ২ ডিসেম্বর উঠে যাবে। ডিসেম্বরে আর লকডাউন দেয়া হবে না।
গত সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা জানিয়েছেন।
করোনার ২য় ধাপে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলছে লকডাউন। তবে ২ তারিখ লকডাউনের মেয়াদ শেষ হলে , ডিসেম্বরে লকডাউন না দিয়ে বিভিন্ন স্তরে ভাগ করে করোনা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।
যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেটিকে রেড জোনেসহ কয়েকটি ভাগে ভাগ করে করোনা নিয়ন্ত্রনের চেষ্টা করা হবে। যা আগেও করা হয়েছিল। বেশি আক্রান্ত এলাকায় সমস্ত পানশালা, রেস্টুরেন্ট বন্ধ রাখা হবে ও সর্বোচ্চ দুটি বাসার মানুষদেরই একে অপরের সাথে মিশতে দেওয়া হবে৷

এর মধ্যে সামনের মাসের নতুন নিয়ম আস্তে আস্তে বিধিনিষেধ শিথিল করবে৷ নতুন নিয়মের আওতায় মানুষ এখন জিমে, দোকানে, সাজগোজের দোকানে যেতে পারবেন৷ তবে সেক্ষেত্রে মাস্ক ও সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন।
এদিকে, ২য় ধাপে ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা যুক্তরাজ্যে অনেক বেশি। যেখানে করোনায় মারা গেছে ৫৫ হাজার, আক্রান্ত হয়েছে ১৫ লাখেরও বেশি মানুষ৷
সূত্রঃ ডয়েচে ভেলে