ইউরোপের দেশ জার্মানিতে ২ নভেম্বর থেকে ২য় দফায় লকডাউন শুরু।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এক বিবৃতিতে এই কথা জানান।
করোনা সংকট মোকাবিলায় জার্মানিতে আবারো লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় নতুন করে সীমিত আকারে লকডাউনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে সীমিত আকারের এই লকডাউন।
এক সপ্তাহের মধ্যে দেশটিতে করোনা সংক্রমণের হার দ্বিগুণ হয়ে গেছে। আগামী সপ্তাহে এই হার দৈনিক ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া করোনার কারণে দেশটিতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
বুধবার দেশটিতে ১৪,৯৬৪ জন একদিনে করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ৪৪৯,৭৫৫ জন এবং মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেছে।
তথ্যসূত্রঃ The Straits Times