প্রথমবারের মতো করোনার টিকার অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আগামী সপ্তাহে এই টিকার অনুমোদন দেয়া হবে বলে জানানো হয়েছে।
আগামী ৭ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা টিকার অনুমোদন দেবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে করোনার টিকার প্রথম বারের মতো অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম এই করোনার টিকার অনুমোদন দিতে যাচ্ছে তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জার্মানির বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজারের যৌথ উন্নয়ন করা টিকা অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরবরাহ শুরু করবেন তারা। আগামী ৭ ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হতে পারে। যুক্তরাজ্য ইতোমধ্যে চার কোটি টিকা সরবরাহের আদেশ দিয়েছে।
আরও পড়ুন- জানুয়ারিতে করোনার টিকা সরবরাহ করবে স্পেন
এদিকে, যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটারি এজেন্সিকে সাময়িক অনুমোদনের দেওয়া হয়েছে। শুক্রবার ব্রিটিশ সরকার অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার উন্নয়ন করার টিকা পর্যালোচনার জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে চিঠি দিয়েছে।
এদিকে টিকা পাওয়ার পরপর এর দ্রুত বিতরণ ও সমন্বিত ব্যবস্থাপনার জন্য নাদিম জাহাউইকে টিকামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নাদিম করোনার টিকার উন্নয়ন ও বিতরণসহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।