শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ

সবাই পরিবার নিয়ে সুখে বসবাস করতে চায়। কিছু দেশের মানুষ শান্তির সঙ্গে জীবনযাপন করছেন। আর অনেকে সেসব দেশে যেতে যাচ্ছেন।ফোবস ইন্ডিয়ার বলছে, অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তিসূচক প্রকাশ করে।

শান্তিপূর্ণ দেশ নির্ধারণে নানা বিষয় বিবেচনায় নিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এর মধ্যে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ বিশেষ বিবেচনায় আনা হয়।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ হলো—

১. আইসল্যান্ড (ইউরোপ)

২. আয়ারল্যান্ড (ইউরোপ)

৩. অস্ট্রিয়া (ইউরোপ)

৪. নিউজিল্যান্ড (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)

৫. সিঙ্গাপুর (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)

৬. সুইজারল্যান্ড (ইউরোপ)

৭. পর্তুগাল (ইউরোপ)

৮. ডেনমার্ক (ইউরোপ)

৯. স্লোভেনিয়া (ইউরোপ)

১০. মালয়েশিয়া (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *