শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নিজেদের শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে জ্যোতিরা

স্কটল্যান্ডকে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছিল টাইগ্রেসরা।

তবে, এরপরের গল্পটা হতাশার। ফের ছন্দপতন বাঘিনীদের শিবিরে। পরপর দুই ম্যাচ হেরে আসরের শেষ চারে খেলার আর কোন সমীকরণে নেই বাংলাদেশ। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার এই ম্যাচে ভালো কিছু করে আসর শেষ করার স্মৃতি নিয়ে দেশে ফেরার সুযোগ জ্যোতিদের সামনে।

শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় সেমির স্বপ্নভঙ্গ হওয়ার একদিন পরেই কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে জ্যোতিরা। তিন ম্যাচে দুই পরাজয়। পারফর্ম্যান্সের বিচারে ভালোর চেয়ে মন্দের পাল্লাটাই ভারি।

টাইগ্রেস ক্যাপ্টেন জ্যোতিও বলেছেন সব প্লেয়ারদের নিজেদের নিয়ে আরও ভাবতে, নিজেদের দুর্বলতা গুলো মাথায় রাখতে। ঘাটতি আছে সামর্থ্যে, অভাব আছে শক্ত মানসিকতার।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ হেরে সেমির স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে সেই ওয়েস্ট ইন্ডিজকেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের আসর শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। তাই টাইগ্রেসদের জন্য প্রোটিয়া বধ যে খুব একটা সহজ হবে না, তা অনেকটাই অনুমেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *