বুধবার, ১৪ মে ২০২৫

সবশেষ

সরকার ও ছাত্র-জনতা বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাধ্যমত চেষ্টা করছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৩ অক্টোবর) সকালে বঙ্গভবনে সনাতন ধর্মালম্বীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি এমন মন্তব্য করেন।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শারদীয় দুর্গোৎসবের সাথে বাংলার চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতি মিশে আছে। এই অনুষ্ঠান ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক উৎসবে পরিনত হয়েছে। দুর্গাপূজায় সকলের সম্মিলিত অংশগ্রহণ এ উৎসবকে সার্বজনীন রূপ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ পরিস্থিতির কারণে মানবতা আজ বিপর্যস্ত। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতিকেও গভীরভাবে প্রভাবিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *