বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

সবশেষ

থাইল্যান্ড পালানোর সময় ভারতের বিমানবন্দরে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের বিহার রাজ্যের গয়া বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) থাইল্যান্ডের একটি ফ্লাইটে ওঠার সময় তাকে গ্রেপ্তার করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম বাবু জো বড়ুয়া ওরফে রাজীব দত্ত। একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতে গত আট বছর ধরে অবৈধভাবে ছিলেন বাবু। তিনি বৌদ্ধ সন্ন্যাসীর পরিচয়ে গয়ার একটি মঠে থাকতেন। থাইল্যান্ডে যাওয়ার সময় শুক্রবার বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে ধরা পড়েন বাবু। বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া জাল নথি ব্যবহার করে ভারতে ছিলেন এবং এর আগে তার বিরুদ্ধে লুকআউট সার্কুলারও জারি করা হয়েছিল বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

গ্রেপ্তারের পর পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য তাকে গয়া মগধ মেডিকেল থানায় হস্তান্তর করা হয়েছে। গয়ার সিনিয়র পুলিশ সুপার আশিস ভারতী বলেন, “একজন বাংলাদেশি নাগরিক বিহারের গয়া জেলায় আট বছর ধরে ভিসা বা পাসপোর্ট ছাড়াই বসবাস করছিলেন। শুক্রবার তিনি গয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে পালানোর চেষ্টা করছিলেন। এসময় জাল নথিসহ তাকে গয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর বাবুর কাছে থাকা বিভিন্ন নামের একাধিক পাসপোর্ট, একটি আধার কার্ড এবং একটি প্যান কার্ডসহ বিভিন্ন নথি জব্দ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি তার কাছ থেকে এক হাজার ৫৬০ থাই বাট, পাঁচ ইউরো, ৪১১ মার্কিন ডলার এবং ভারতীয় মুদ্রায় তিন হাজার ৮০০ রুপিও উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *