বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

সবশেষ

ওমানে সার্ক মহাসচিব গোলাম সারওয়ারকে সংবর্ধনা

ওমানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সার্কের মহাসচিব গোলাম সারওয়ারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অন্তর্ভুক্ত বৃহত্তর নোয়াখালী উইং।

রাজধানী মাস্কাটের হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালী উইংয়ের সভাপতি সলিম উদ্দিন সেলিম এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল কাদের।

অনুষ্ঠানে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার উল হাসান চৌধুরী, আজিমুল হক বাবুল সিআইপি, আব্দুর রাহিমসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম সারওয়ারকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও ওমানের ঐতিহ্যবাহী খাঞ্জার প্রদান করা হয়। এছাড়াও বৃহত্তর নোয়াখালীর ১১ জন সিআইপিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরে গোলাম সারওয়ার নবগঠিত কমিটির প্রশংসা করে ওমানে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *