মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

সবশেষ

কাতার ও সৌদি আরবে মৌলভীবাজারের ৩ প্রবাসীর মৃত্যু; ২ জনের বাড়ি একই ইউনিয়নে

মৃতদেহ

মধ্যপ্রাচ্যের কাতার ও সৌদি আরবে একই দিন  (২৩  ফেব্রুয়ারি) রোববার পৃথক সময়ে মৌলভীবাজারের ৩ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত ৩ জনেরই বাড়ি কুলাউড়া উপজেলায়।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের কাতারের আল কুর শহরে রাজমিস্ত্রির কাজ করতেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোববার বিকালে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আল কুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সৌদি আরবের জেদ্দা শহরে রোববার দুপুরে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াস নগর লামাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল আলীর ছেলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিল।

এছাড়া সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে কোন এক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. মতিউর রহমান (৬২) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ ও বসবাস করতেন। নিহত মো. মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাজার পর সেখানেই দাফন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *