বুধবার, ৯ এপ্রিল ২০২৫

সবশেষ

সিরিয়ার অর্থনৈতিক খাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইইউ

সিরিয়ার অর্থনৈতিক খাতে যে সকল নিষেধাজ্ঞা ছিলো তা প্রত্যাহার করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদের শাসনকালে লম্বা সময় ধরে চলা গৃহযুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার জ্বালানি, পরিবহণ ও ব্যাংকিং খাত। যা পুনর্গঠনের জন্য আসাদ সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য পশ্চিমাদের কাছে দাবি জানিয়েছে আসছিলেন দেশটির নতুন নেতারা।

তবে অন্তর্ভুক্তিমূলক সরকার গড়ার বিষয়ে দামেস্কের নতুন ইসলামপন্থি শাসকদের গুরুত্বসহকারে ভাবনাচিন্তার ইঙ্গিত না পাওয়া পর্যন্ত ইউরোপ ও অন্য পরাশক্তি দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পদক্ষেপ না নেয়ার বিষয়ে অনড় ছিল। তবে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তারা সেই নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *