আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমানু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। এই সফরে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাশিয়ান হাউজে ‘রাশিয়ান হাউজের পঞ্চাশ বছর পূর্তি’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, শিক্ষা-প্রতিরক্ষাসহ বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সাহায্য করেছে। দুই দেশ একসঙ্গে কাজ করলে আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে মন্তব্য করেন তিনি। দেশের আরও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে রাশিয়ার এই সহযোগিতা অব্যহত থাকবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।