বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

সবশেষ

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ঝোঁক বেশি মাদারীপুরের মানুষের

অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধে সচেতনতা ও উদ্যোগ জরুরী লিবিয়া থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালি যাওয়াসহ যে কোন পন্থায় বিদেশ যাওয়া বন্ধে সবার সচেতনতা ভীষণ জরুরী বলে মন্তব্য করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ইয়াসমিন আক্তার। তিনি বলেন-

মাদারীপুরে স্কুল, কলেজে ছেলেদের কম পাওয়া যায়। সবাই যে কোনভাবে ইতালি চলে যেতে চায়। এরপর তারা ভয়াবহ বিপদে পড়ে।

এই সংকট সমাধানে যিনি বিদেশে যাচ্ছেন তিনিসহ তাঁর পরিবারের সচেতনতা জরুরী। বিদেশে গেলে জেনে বুঝে দক্ষ হয়ে যেতে হবে।

বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন-

আমার কাছে প্রায়ই পরিবারের সদস্যরা এসে জানান তাদের স্বজনরা লিবিয়ায় বিপদে পড়েছে। তারা জানেন না বৈধপথে এখন লিবিয়া যাওয়ার কোন সুযোগ নেই।

সবাইকে সচেতন করতে ব্র্যাক সচেতনতামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আপনারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা গুলাতে আরোও বেশি বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থা যারা কাজ করেন তাদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি মাদারীপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন-

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ক্ষেত্রে মাদারীপুরে পরিস্থিতি খুব খারাপ। চার বছর ধরে একজন ইতালি আটকা। তাঁর পরিবার ৫৭ লাখ টাকা খরচ করেছে। ছেলেটা বেঁচে আছে কী না খোঁজ নেই। এই ধরনের ঘটনা অসংখ্য। পুলিশকে জানায় না পরিবার। কারণ তাতে অনেক সময় লিবিয়ায় নির্যাতনের মাত্রা বাড়ে। যাওয়ার আগেই তাই সচেতন হতে হবে। আমরা পাচারকারীদের গ্রেপ্তারে সক্রিয় আছি।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগি পরিচালক শরিফুল ইসলাম হাসান। এছাড়াও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাইনুদ্দিন সরকার, মাদারীপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স ম জাহাঙ্গীর আখতার, স্থানীয় জনপ্রতিনিধি ও ডাসার উপজেলার প্রবাসবন্ধু ফোরাম সভাপতি বিধান চন্দ্র সরকার, স্থানীয় চেয়ারম্যান ও কালকিনি উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মজিবর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার সময় চোখের সামনে যে ভয়াবহতা দেখেছেন সেটি তুলে ধরেন ইতালি ফেরত মাসুদ হাওলাদার। জর্ডান ফেরত অভিবাসী জয়ীতা পুরস্কার প্রাপ্ত রোজিনা বেগম তাঁর অভিজ্ঞতা জানান।‌ কর্মশালা শেষে জেলা প্রশাসক প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে তাদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *