শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফেরত আসার জন্য মার্চে ৩টি ফ্লাইট

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ায় স্বেচ্ছায় দেশে ফেরত যেতে ইচ্ছুক অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস সম্প্রতি আইওএম লিবিয়ার চিফ অব মিশন, লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমণ অধিদপ্তরের সাথে একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এই প্রচেষ্টার ধারাবাহিকতায় আইওএম প্রাথমিকভাবে মার্চ ২০২৫ মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। এর মধ্যে ১২ মার্চ ২০২৫ তারিখে মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ২০২৫ তারিখে ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।
এই ফ্লাইটগুলো যথাসময়ে পরিচালনার জন্য দূতাবাস বাংলাদেশ ও লিবিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতিসহ অভিবাসীদের বহির্গমণ ভিসা (খুরুজ নিহায়ী) অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ফ্লাইটগুলোর মাধ্যমে আইওএম-এর নিকট ইতোমধ্যে ত্রিপলী ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের বাংলাদেশে প্রত্যাবাসন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও বেনগাজী থেকে নিবন্ধিত অভিবাসীসহ নতুন আগ্রহী অভিবাসীদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রেক্ষিতে সকলকে আশ্বস্ত করা যাচ্ছে যে, দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করছে এবং সংশ্লিষ্ট সকলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *