শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

রমজানে ভিক্ষাবৃত্তির রুখতে দুবাই পুলিশের অভিযান: ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা

রমজানকে সামনে রেখে রাস্তায় এবং অনলাইন ভিক্ষাবৃত্তি মোকাবেলায় “ভিক্ষা ঠেকাও” উদ্যোগ চালু করেছে দুবাই পুলিশ। “ভিক্ষুকমুক্ত সচেতন সমাজ”  শিরোনামে এই প্রচারাভিযানের লক্ষ্য ভিক্ষাবৃত্তি নির্মূল, সচেতনতা বৃদ্ধি এবং সরকারী দাতব্য সংস্থাগুলিতে সরাসরি অনুদান দেওয়া।

২০২৪ সালে, ৩৮৪ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছিল। তখন কর্তৃপক্ষ প্রকাশ করেছিল যে গ্রেপ্তার হওয়া ৯৯ শতাংশ ব্যক্তিই ভিক্ষাকে পেশা হিসাবে বিবেচনা করে।

অনেকে আবার প্রতারণামূলক কৌশল অবলম্বন করে। যেমন দুর্বল ব্যক্তিদের শোষণ করা অথবা মসজিদ বা চিকিৎসার প্রয়োজনের জন্য তহবিল সংগ্রহের মিথ্যা দাবি করা। এই প্রচার অভিযানে জনগণকে কেবল সরকারী দাতব্য সংস্থার মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানানো হচ্ছে এবং ডিজিটাল কেলেঙ্কারির ঝুঁকির বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি অবৈধ। ভিক্ষাবৃত্তি করলে ৫,০০০ দিরহাম জরিমানা এবং তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আবার সংগঠিত ভিক্ষাবৃত্তি এবং অননুমোদিত তহবিল সংগ্রহের ক্ষেত্রে কঠোর জরিমানা প্রযোজ্য। গত ৫ বছরে দুবাই পুলিশ ২০৮৫ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, সংগঠিত ভিক্ষাবৃত্তি করলে তার জন্য কঠোর শাস্তি হবে। এক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি একসাথে ভিক্ষাবৃত্তি করলে এর সাথে জড়িতদের কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ দিরহাম জরিমানা হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *