বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

সবশেষ

১৫ লাখ প্রবাসীর তথ্য চুরিঃ ইএসকেএলের কার্যক্রম বন্ধের দাবি

প্রবাসীদের তথ্য পাচার, হয়রানি নির্যাতন ও দুর্নীতির অভিযোগ তুলে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা। একই সঙ্গে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর ও পররাষ্ট্র সচিব জসীমউদ্দীনের পদত্যাগের দাবি তুলেছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।

লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বলেন, শেখ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট মালয়েশিয়ায় বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল প্রবাসীদের তথ্য পাচার করে জালিয়াতি করছে। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, লাখ লাখ মালয়েশিয়া প্রবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ড. ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকার গত ডিসেম্বরে কোম্পানিটির সঙ্গে চুক্তি বাতিল করে। কিন্তু তাবিথ আওয়াল প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সেই সিদ্ধান্ত স্থগিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *