বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

সবশেষ

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলোনস্কি’র তীব্র বাকবিতণ্ডা

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে।  বাকবিতণ্ডার এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে বলেন-

‘হয় চুক্তিতে আসতে হবে, নয় তো এখানেই শেষ।’

এ ঘটনার সাথে সাথে হোয়াইট হাউস ছেড়ে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেছেন-

‘যখন আপনি চুক্তি করতে প্রস্তুত হবেন, তখনই ফিরবেন।’

গত সপ্তাহেই এই দুই দেশের প্রেসিডেন্ট একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করছিলেন। জেলোনস্কিকে ‘স্বৈরশাসক’ বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর বিপরীতে জেলোনস্কি বলেছিলেন-

প্রেসিডেন্ট ট্রাম্প অপতথ্যের মধ্যে বসবাস করছেন।

আজকের ঘটনার পর দুই প্রেসিডেন্ট এর সম্মিলিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। এই বাকবিতণ্ডার বড় অংশজুড়ে সরব ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যানস। এই ঘটনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন-

প্রেসিডেন্ট জেলোনস্কি ওভাল অফিসে বসেই আমেরিকাকে অসম্মান করেছেন। সে যদি শান্তিচুক্তি করতে প্রস্তুত থাকে, কেবলমাত্র তখনই সে ফিরতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *