বুধবার, ৯ এপ্রিল ২০২৫

সবশেষ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৪৮ ঘণ্টার ব্যবধানে একই জায়গায় দুই প্রবাসী ডাকাতির শিকার

প্রবাস থেকে এসে বাড়ি ফেরার পথে, মহাসড়কের কুমিল্লা অঞ্চলে প্রতিনিয়ত ডাকাতের হাতে সর্বস্ব হারাচ্ছে প্রবাস ফেরতরা।  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের প্রধান টার্গেট এখন প্রবাসীরা।

গত ৪৮ ঘণ্টার ব্যবধানে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ফাল্গুনকড়ায় ডাকাতির শিকার হয়েছেন কুয়েত প্রবাসী নাইমুল এবং মালয়েশিয়া প্রবাসী বেলাল। শনিবার (১ মার্চ) ভোরে ডাকাতির শিকার হন ফেনীর দাগনভূঞা এলাকার প্রবাসী বেলাল আহমেদ। তিনি জানান, পিকআপ ভ্যানে করে এসে তাদের প্রাইভেট কারে ধাক্কা দেয়া হয়। এতে রাস্তার পাশে ছিটকে যায় তারা। এরপর তাদের গাড়ির গ্লাস ভেঙে ডাকাতি করা হয়।

বিমানবন্দর থেকেই তাদেরকে টার্গেট করা হয় জানিয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, একই কায়দায় দুই প্রবাসীর মালামাল লুট করা হয়ে। পিকআপ ব্যবহার করে তারা দ্রুত লুটের মালামাল নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে। এছাড়া হাইওয়ে পুলিশসহ থানা পুলিশের কর্মকর্তারা ডাকাতি বন্ধে সর্বোচ্চ সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *