শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় রাখার ইতালীয় পরিকল্পনা কী ব্যর্থ হবে?

অভিবাসনের আইনি প্রক্রিয়া শেষ হবার আগ পর্যন্ত, ইতালী থেকে অভিবাসীদের আলবেনিয়াতে স্থানান্তরের চেষ্টা আগের দুইবার ব্যর্থ হয়েছে। জর্জিয়া মেলানীর সরকার তৃতীয়বারের মতো এই উদ্যোগ নিয়েছে। এবার কী হবে? সেই চেষ্টার অংশ হিসেবেই জানুয়ারির শেষদিকে ইতালির নৌবাহিনীর জাহাজে করে ৪৯ জন অভিবাসীকে আলবেনিয়াতে নেয়া হয়েছে। এই ৪৯ জন অভিবাসী অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় লামপেদুসা দ্বীপের কাছ থেকে ইতালিয়ান নেভি তাদেরকে উদ্ধার করে। তারা একটা ভালো ভবিষ্যতের জন্য ইউরোপে নতুন জীবন শুরু করতে চেয়েছিল।এই যে ৪৯ জন অভিবাসীকে আলবেনিয়াতে পাঠানো হলো, এর আগে গত অক্টোবর ও নভেম্বর মাসেও এমন চেষ্টা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানী। সেখানে আশ্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। আলবেনিয়া ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ নয়। এবার যখন আবার অভিবাসীদের আলবেনিয়াতে নেয়া হলো তখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না, তারা আসলে কতদিন আলবেনিয়াতে থাকবে।

A navy ship sails on the Adriatic, near Shengjin, Albania, January 28, 2025

এর আগে নিয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে ৫ জন অল্প সময়ের মধ্যেই ইতালির শরণার্থী শিবিরে ফিরে এসেছিল। তাদের মধ্যে ৪ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক। বাকি অভিবাসীদের নিয়ে রাখা হয় আলবেনিয়ার একটি সামরিক শিবিরে। ইতালিতে আশ্রয় প্রার্থনার আবেদনের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তাদের সেখানেই থাকার কথা। কিন্তু ইতালির আদালত, একজন বাদে, বাকি সবার আশ্রয়ের আবেদন খারিজ করে দেয়। এমন অবস্থায় তাদের আলবেনিয়ার ঐ সামরিক শিবিরেই থাকতে হবে। যদিও তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ঐ অভিবাসী দলের বেশিরভাগ সদস্যই বাংলাদেশ, মিশর, গাম্বিয়া ও আইভরি কোস্টের নাগরিক।

এর আগে গত নভম্বরে ইতালি ও আলবেনীয় সরকারের মধ্যে একটি চুক্তি সাক্ষ্যরিত হয়। সে চুক্তি অনুযায়ী, ইতালী সরকারের দুটি শরনার্থি শিবির বা ক্যাম্প তৈরি করার কথা আলবেনিয়াতে। সেখানে পুরুষ শরণার্থীদের ৪ সপ্তাহ পর্যন্ত রাখার কথা।

চুক্তি অনুযায়ী, আলবেনিয়াতে একসাথে ৩০০০ জন পর্যন্ত অভিবাসী থাকতে পারবে। সে হিসেবে বছরে থাকতে পারবে ৩৬০০০ অভিবাসী। কিন্তু গত অক্টোবর এঁর নভেম্বরের চেষ্টা ব্যর্থ হবার পর এখন প্রশ্ন উঠেছে এই মডেল আসলেই কাজ করবে কী না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *