
এর আগে নিয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে ৫ জন অল্প সময়ের মধ্যেই ইতালির শরণার্থী শিবিরে ফিরে এসেছিল। তাদের মধ্যে ৪ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক। বাকি অভিবাসীদের নিয়ে রাখা হয় আলবেনিয়ার একটি সামরিক শিবিরে। ইতালিতে আশ্রয় প্রার্থনার আবেদনের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তাদের সেখানেই থাকার কথা। কিন্তু ইতালির আদালত, একজন বাদে, বাকি সবার আশ্রয়ের আবেদন খারিজ করে দেয়। এমন অবস্থায় তাদের আলবেনিয়ার ঐ সামরিক শিবিরেই থাকতে হবে। যদিও তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ঐ অভিবাসী দলের বেশিরভাগ সদস্যই বাংলাদেশ, মিশর, গাম্বিয়া ও আইভরি কোস্টের নাগরিক।
এর আগে গত নভম্বরে ইতালি ও আলবেনীয় সরকারের মধ্যে একটি চুক্তি সাক্ষ্যরিত হয়। সে চুক্তি অনুযায়ী, ইতালী সরকারের দুটি শরনার্থি শিবির বা ক্যাম্প তৈরি করার কথা আলবেনিয়াতে। সেখানে পুরুষ শরণার্থীদের ৪ সপ্তাহ পর্যন্ত রাখার কথা।
চুক্তি অনুযায়ী, আলবেনিয়াতে একসাথে ৩০০০ জন পর্যন্ত অভিবাসী থাকতে পারবে। সে হিসেবে বছরে থাকতে পারবে ৩৬০০০ অভিবাসী। কিন্তু গত অক্টোবর এঁর নভেম্বরের চেষ্টা ব্যর্থ হবার পর এখন প্রশ্ন উঠেছে এই মডেল আসলেই কাজ করবে কী না!