ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০২৪ সালে যত মানুষ আবেদন করেছে, সেখানে সংখ্যার হিসেবে বাংলাদেশের অবস্থান ৬। ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। ঐ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ২৩৬ জন মানুষ ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। তবে এসব আবেদনের বিপরীতে আশ্রয় পাওয়ার হার খুবী নগণ্য; মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ বাংলাদেশীদের আবেদনের ৯৬ শতাংশেরও বেশি প্রত্যাখ্যাত হয়েছে।
তবে পুর্বের বছরের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশীদের আশ্রয়ের আবেদন বেড়েছে। এর হার ৭.২ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৩ হাজার ৩ জন আশ্রয়ের জন্য আবেদন করে। বছরের বাকি সময় অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার ২৩৩ জন আশ্রয়ের জন্য আবেদন করে। পরিসংখ্যানের তথ্য বলছে- ২০২৪ সালে পাওয়া আবেদনের প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) ছিল এমন সব নাগরিকদের যাদের স্বীকৃতির হার ২০ শতাংশের কম। এর মধ্যে বাংলাদেশ, মরক্কো এবং তিউনিসিয়ার নাগরিকরাই বেশি প্রত্যাখ্যাত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ২০২৪ সালে বাংলাদেশীরা ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে যেতেই সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে। মোট আবেদনের প্রায় ৭৭ শতাংশই জমা পড়েছে দেশটিতে যেতে। আবেদন জমা পড়েছিল ৩৩ হাজার ৪৫৫ টি। ইতালির বাইরে বছর ফ্রান্সে যেতে আবেদন করেছিল ৬৪২৯ জন বাংলাদেশি। আয়ারল্যান্ডেভ জন্য ১০০৬ জন বাংলাদেশি আবেদন করেছিল।