শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

রোমে বাংলাদেশীদের জন্য আলাদা কবরস্থান নির্মাণে সহযোগিতা কামনা

ইতালীতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক গত ২৮ ফেব্রুয়ারি রোমে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণে, পারস্পারিক সহযোগিতা বাড়ানোর জন্য প্রিফেক্ট ড: ল্যাম্বার্টও জিয়ান্নিনি সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশী দোকানিদের নিরাপত্তা, রোমে বাংলাদেশীদের আবাসিক সংকট ও পারিবারিক ভিসায় আগত পরিবারের সদস্যদের, বিশেষ করে নারীদের ভাষা শিক্ষাসহ সামাজিক একীভূতকরণ প্রক্রিয়ায় প্রেফেট্টুরার অধিকতর সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত মুসলিম সম্প্রদয়ের, বিশেষ করে বাংলাদেশীদের জন্য একটা আলাদা কবরস্থান নির্মাণ করতে মেয়রের অফিসের আশ্বাসের কথা তাকে অবহিত করেন এবং এই ব্যাপারে প্রিফেক্টেরও সহযোগিতা কামনা করেন। প্রিফেক্ট জিয়ান্নিনি এই সকল বিষয়ে রাষ্ট্রদূতকে তাঁর অফিসের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *