যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম খতিয়ে দেখার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তার হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় হোয়াইট হাউসের নির্বাহী আদেশ মেনে চলার প্রয়োজনীয়তার যুক্তি দেখিয়ে, ভিসা ও অন্যান্য অভিবাসন সুবিধা অনুমোদনকারী ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এসব তথ্য সংগ্রহের প্রস্তাব দিয়েছে।
ফেডারেল রেজিস্টারে এ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হওয়ার পর এই পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করার জন্য৬০ দিন সময় থাকবে।
যারা অভিবাসী হিসেবে আমেরিকায় যেতে চায় তাদের সর্বোচ্চ মাত্রায় যাচাই ও স্ক্রিনিং নিশ্চিত করার জন্য গত ২০ জানুয়ারি দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলোকে এক নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই আদেশ বাস্তবায়নের জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ কেউ আমেরিকায় যাওয়ার জন্য আবেদন করলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি এবং ব্যক্তিত্ব কেমন সেটাও পর্যালোচনা করা হবে।
সংশ্লিষ্ট সংস্থাটি জানিয়েছে, তারা আবেদনকারীদের পরিচয় যাচাই করতে এবং তারা নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি কিনা তা নির্ধারণ করতে এসব তথ্য ব্যবহার করবে।