বুধবার, ৯ এপ্রিল ২০২৫

সবশেষ

প্রবাসীর বাড়িতে ডাকাতিঃ আইনের লোক পরিচয় দিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট

আইনের লোক বলে পরিচয় দিয়ে ঘরে ঢুকে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে কুমিল্লার দাউদকান্দিতে। বুধবার রাত ২ টার দিকে উপজেলার জিংলাতলী গ্রামের পশ্চিমপাড়া মুকবুল হাজীর বাড়িতে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ(ওসি)মো.আমিনুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। ডাকাতির সময় নগদ ১লাখ ৬৫ হাজার টাকা ও তিন হাজার দুবাই দেরহামসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার(৬ মার্চ) সকালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক(এস আই) সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও  ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার জিংলাতলী গ্রামের প্রবাসী হাজী মকবুল হোসেন এর বাড়িতে আইনের লোক বলে পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। হাজী মকবুল হোসেন দরজা খুললে অস্ত্রধারী মুখোশ পড়া ডাকাত দল প্রবাসী হাজী মকবুল হোসেন ও তার স্ত্রীকে গলায় পেটে রামদা ধরে হাত পা বেধে ফেলে। সাথে সাথে পাশের রুমে থাকা দুবাই প্রবাসী ছেলে সাকিলকেও অস্ত্র ঠেকিয়ে হাত পা বেধে ফেলে। এ সময় ডাকাত দল ঘরে আলমারি ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা,  তিন হাজার দুবাই দেরহাম, তার স্ত্রী গলার চেইন, কানের দুল এবং তার পুত্র বধূর দুই ভরি স্বর্ণের জিনিস, দুটি দামী মোবাইলসহ অন্যান্য জিনিস পত্র লুট করে নিয়ে যায়। 

ভুক্তভোগী হাজী মকবুল হোসেন বলেন, ডাকাত দল আইনের লোক বলে পরিচয় দিয়ে দরজা খুলতে বলে, আমি দরজা খুলে দেই। ঘরে ঢুকেই রামদা ও ছুরি ধরে আমাকে ও আমার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে হাত পা বেধে ফেলে।

পাশের রুমে থাকা দুবাই প্রবাসী ছেলে সাকিলকেও হাত পা বেধে ফেলে।  ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, তিন হাজার দুবাই দেরহাম, তার স্ত্রীর গলার চেইন, কানের দুল এবং তার পুত্রবধূর দুই ভরি স্বর্ণের জিনিস সহ দুটি দামী মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

‘গতকাল আমার ছেলে ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে আনে আজকে একজনকে দেওয়ার কথাছিল।’

খবর পেয়ে পুলিশ এসে তদন্ত করে গেছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, ডাকাতির সংঘটিত ঘটনা শুনে সকালে আমার অফিসার উপ-পরিদর্শক (এস আই) সাইদুল ইসলামকে পাঠিয়েছি৷ সে আমাকে জানিয়েছে পূর্বশক্রতার জের ধরে ডাকাতির ঘটনা ঘটতে পারে৷ ভুক্তভোগীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক (এস আই) মোঃ সাইদুল ইসলাম বলেন, ডাকাতির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তাদের কিছু পূর্বশক্রতার জের ধরে ঘটেছে, সে সন্দেহে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *