শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

ইতালিতে ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বাংলাদেশ দূতাবাস; সেবার মান নিয়ে অভিযোগ

এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ইতালিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে যে, ইতালি প্রবাসী সকল বাংলাদেশীর জন্য শুক্রবার (০৭ মার্চ ২০২৫ তারিখ) দুপুর থেকে ই-পাসপোর্ট (𝐄-𝐏𝐀𝐒𝐒𝐏𝐎𝐑𝐓)-এর এপয়েন্টমেন্ট অবমুক্ত করা হয়েছে। নিম্নের লিঙ্ক থেকে রেজিষ্টারকৃত আইডি দিয়ে এপয়েন্টমেন্ট গ্রহন  করা যাবে।
এছাড়া ঐদিন বিকেলেই সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-সদস্যপদ নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং ভিসা/এন.ভি.আর -এর এপয়েন্টমেন্ট উন্মুক্ত করা হয়েছে। নিম্নের লিঙ্ক থেকে এপয়েন্টমেন্ট গ্রহন করা যাবে।
অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়ে সকলকে পূরণকৃত আবেদন ফরম ও অরিজিনাল পাসপোর্টসহ দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেক ইতালি প্রবাসী এই সেবার মান নিয়ে মন্তব্য করেছেন।  শেখ রাসেদ মন্তব্য করেছেন-
আপনারা কি যে শুরু করছেন । পরিবর্তন হবেন না । আজ সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত আপনাদের ওয়েবসাইটে থেকেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়নি। অনেক মানুষের ইতিমধ্যেই পাসপোর্টের মেয়াদ শেষ । দয়া করে এই ফাইজলামি বন্ধ করুন । প্রবাসী বাংলাদেশীদের সহজ ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করুন।”
শাহিন মিয়া মন্তব্য করে লিখেছেন, ‘ওয়েবসাইট এর অবস্থা খুবই খারাপ কোন ভাবেই আ্যপয়নমেন্ট নেয়া যাচ্ছে না।  শাহাব উদ্দিন মাসুম এর অভিজ্ঞতাও একই রকম। তিনি লিখেছেন, ‘অনেক চেষ্টা করেও আজ একটা এপয়োন্টমেন্ট নিতে পারলাম না, খুবই দুঃখজক।’  সাইফুল ইসলাম তার মন্তব্যে বলেছেন-
“রেজিস্ট্রারতো আপনারা দোকান দারদের দিয়া রাখছেন।তারা একটা এপয়েন্টমেন্ট নিতে ২৫ ইউরো নিয়ে থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *