শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

ধর্ষণ মামলার বিচার হবে ৯০ দিনে : আইন উপদেষ্টা

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যখন সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে, তখন ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কর্মকর্তা তা সম্পন্ন করবেন।

রোববার (৯ মার্চ, ২০২৫) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মাগুরায় শিশুটির সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করছে। সম্প্রতি ঘটে যাওয়া মব জাস্টিস ও মরাল পুলিশিংয়ের ঘটনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। সবকিছু সরকারের পর্যবেক্ষণে আছে। দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, কোনো অপরাধীই বিচারের বাইরে থাকবে না।”

তিনি আরও বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার সাম্প্রতিক সব ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মিতভাবে পর্যালোচনা করছে। পাশাপাশি, রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধে পুলিশ দ্রুত একটি আলাদা হটলাইন চালু করবে।”

এএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *