শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

বিশ্বজুড়ে ছড়ানো শেখ হাসিনা পরিবারের সম্পদ

১০ মার্চ সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। পতিত স্বৈরাচার দেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে তা ফিরিয়ে আনতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ নিয়ে সভায় আলোচনা হয়।
যৌথ দলের অনুসন্ধানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। তাদের নামে মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান ‘স্লাশ ফান্ডের’ অস্তিত্ব পাওয়া গেছে। তাদের বিভিন্নজনের নামে ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টের ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা, রাজউকের ৬০ কাঠা প্লট, ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুটপাট ও জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। ছয়টি মামলার তদন্ত শেষ হয়েছে এবং মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে।বিআইএফইউ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দুদকে পাঠিয়েছে। বিএফআইইউ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুটি গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা ৫ কোটি ১৫ লাখ টাকা জব্দ করেছে।
আজকে প্রায় দেড় ঘণ্টার সভায় অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম সিদ্ধান্ত হলো, পাচার হওয়া এই টাকা কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে একটি বিশেষ আইন খুব শিগগির প্রণয়ন করা হবে। আগামী সপ্তাহের মধ্যে এ আইনটি দেখা যাবে। এই টাকা ফেরত আনার কাজটি কীভাবে ত্বরান্বিত করা যায়, সেটির জন্য আইনে লাগবে। যারা এই টাকা ফেরত আনতে সাহায্য করছে, সেটি তাদেরও একটি চাহিদা।
পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে অনেকগুলো আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকার ও টাস্কফোর্স কথা বলছে। ২০০টি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে সুনাম আছে, এমন ৩০টির মতো আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন-
‘এগুলো বাংলাদেশের মানুষের টাকা, যত দ্রুত পারা যায় টাকাটা বাংলাদেশ ফিরিয়ে আনা হোক। পাচার করা টাকা কোথায় নিয়ে গেল, কীভাবে নিয়ে গেল তা বিস্তারিত খতিয়ে দেখা হোক। এর অগ্রগতি জানতে প্রতি মাসে উচ্চ পর্যায়ের বৈঠক হবে।’
ঈদের পরই এর অগ্রগতি সম্পর্কে জানতে পরবর্তী বৈঠক হবে বলে প্রধান উপদেষ্টা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *