গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন-
‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যে ক্ষতি করেছেন তা অপরিসীম। হাসিনার শাসনামলে কোন সরকার ছিল না, ছিল ডাকাতদের পরিবার। সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলোকে জনগণের অর্থ চুরির পূর্ণ লাইসেন্স দেয়া হয়েছে।
ড. ইউনূস বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরশাসন, সহিংসতা ও দুর্নীতির অভিযোগ ছিল। কয়েক সপ্তাহে এখানে রক্তাক্ত পরিণতি ঘটে এবং জুলাই ও আগস্টে শেখ হাসিনার দমনমূলক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।